নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয় হ'তে নিম্ন লিখিত সেবা সমুহ প্রদান করা হয়।
1. উপজেলার ১৮ হতে ৩৫ বৎসরের সমসত্ম বেকার যুব/যুব মহিলাদের বিভিন্ন বিষয়ে ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়।
2. উপজেলার ১৮ হতে ৩৫ বৎসরের সমসত্ম বেকার যুব/যুব মহিলাদেরঅপ্রাতিষ্ঠানিকপ্রশিক্ষণ উপজেলায় এবং প্রাতিষ্ঠানিক বিষয়ে প্রশিক্ষণের জন্য জেলায় অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে মনোনয়ন দিয়ে প্রেরণ করা হয়।
3. প্রশিক্ষণপ্রাপ্ত যুব/যুব মহিলাদের মধ্যে প্রকল্প ভিক্তিকপ্রাতিষ্ঠানিকযুব ঋণের সিলিং১৫০০০০থেকে ২০০০০০/-টাকা এবং অপ্রাতিষ্টানিক যুব ঋণের সিলিং ১০০০০০ টাকা ও ২য় দফায় সর্বোচ্চ ১৫০০০০/-টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। এছাড়া উদ্যোক্তা ঋণ বিতরণের ক্ষেত্রে প্রকল্প ভিক্তিকযুব ঋণের সিলিং ২০০০০০ থেকে ৫০০০০০/-টাকা পর্যন্ত ঋণ প্রদান করা যায় ।
4. প্রদেয় ঋণ নির্ধারিত সার্ভিস চার্জ(৫% সরল সুদসহ)আদায় করা হয়।
5. আত্মকর্মীদের গৃহীত প্রকল্পসমুহ নিবীরভাবে পরিদর্শন করা হয়।
6. বিভিন্ন যুব সংগঠনকে রেজিষ্টেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপ-পরিচালকের কার্যালয়ে প্রেরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস