Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে শেখ হাসিনা সরকার-এর

ভিশন ও মিশন


ভিশন

যুবসমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর করা, দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের স্ব-কর্মসংস্থান বা কর্মসংস্থানে নিয়োজিতকরণ এবং জাতীয় উন্নয়ন কর্মকান্ডে বেকার যুবদের অধিক হারে সম্পৃক্ত করা।


মিশন


* উদ্বুদ্ধকরণ, দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে যুবদেও আত্মকর্মসংস্থান বা কর্মসংস্থানে নিয়োজিত করাসহ দেশের উন্নয়ন প্রক্রিয়ার প্রতিটি স্তওে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।
* স্থানীয় পর্যায়ে যুব সংগঠনের সংখ্যা বৃদ্ধি করা এবং অংশগ্রহণমূলক উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা।
* যুবদের ক্ষমতায়নের নিমিত্তে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প স্থাপন এবং সিদ্ধান্ত গ্রহণমূলক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগদানের লক্ষ্যে সহায়তা প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
* যুবদের আর্থ-সামাজিক কার্যকলাপে (গণশিক্ষা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, স্বেচ্ছায় রক্তদান, পরিবেশ উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ইত্যাদি) সম্পৃক্তকরণ এবং সমাজ বিরোধী কার্যকলাপ (মাদক দ্রব্যের অপব্যবহার, ইভটিজিং প্রতিরোধ, এইচআইভি/এইডস এবং এসটিভি) বিষয়ে যুবদের সচেতনতা বৃদ্ধি করা।




একনজরে কালিহাতি উপজেলার যুব কার্যক্রমের অগ্রগতির তথ্যাদি:

ক) প্রশিক্ষণ ঃ

২০২১-২০২২
অর্থবছরে এপিএ চুক্তি মোতাবেক লক্ষ্যমাত্রা ২০২১-২০২২
অর্থবছরে Í অর্জন এ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত যুবর সংখ্যা মন্তব্য
৪২০ জন ৪২০ জন ৯৮২৯ জন
(পু-৩৯৪৭, মহিলা-৫৮৮২)
প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি ও সময় উপযোগি প্রশিক্ষণ আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা প্রদান করা হচ্ছে।

খ) আত্মকর্মী ঃ

প্রশিক্ষণ গ্রহণ করে এ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছোট, মাঝারি ও বড় প্রকল্পের মাধ্যমে আত্মকর্মে নিয়োজিত হয়েছেন মোট ৪৩৩৩ জন (যুবক- ২১১৩ জন, যুব মহিলা: ২২০০ জন)।

গ) যুবঋণ বিতরণ ঃ

অত্র কার্যালয়ে প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত মোট ঋণ তহবিল ছিল ৭৯,৪০,৩২১ টাকা। শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের অনুক‚লে ৯৪১ জনকে সর্বমোট ৩,৪৬,৭৪,০০০ (তিন কোটি ছিচল্লশ লক্ষ চুয়াত্তর হাজার) টাকা যুবঋণ হিসেবে প্রদান করা হয়েছে ।

ঘ) যুবঋণ আদায় (অক্টোবর/২০২২ পর্যন্ত) ঃ

আদায়যোগ্য টাকা আদায়কৃত টাকা আদায়ের হার ঋণ খেলাপির কিস্তি খেলাপি
৩,১০,৫১,২৪৯/- ৩,০০,৪৯,৮৭৪/- ৯৬.৮% ৭,২৭,৫৭৫/- ২,৭৩,৮০০


ঙ) রেজিস্ট্রেশনকৃত যুব সংগঠন ঃ

রেজিস্ট্রেশনপ্রাপ্ত যুব সংগঠনের
মোট সংখ্যা স্বীকৃতপ্রাপ্ত যুব সংগঠনের ক্রমপুঞ্জিত সংখ্যা মন্তব্য


৬ টি

১ টি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু হয়েছে ২০২০ সালে। কালিহাতিতে বর্তমানে ৩০টি যুব সংগঠন যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমে অংশ নিচ্ছে। যাদের সরকারি নিয়ম মোতাবেক পর্যায়ক্রমে রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে।




চ) যুব সংগঠনে অনুদান ঃ

১। ০৫ ( পাঁচ ) টি যুব সংগঠনকে পর্যায়ক্রমে অনুদান প্রদান: ১,৫৫,০০০ টাকা ।
২। ০১ (এক) টি যুব সংগঠনকে অনুদান হিসাবে সেলাই মেশিন প্রদান: ০২ টি।
৩। ০২ (দুই) টি যুব সংগঠনকে অনুদান হিসেবে কম্পিউটার প্রদান : ০২ টি।


ছ) কর্মরত জনবল ঃ

(ক) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা : ০১ জন।
(খ) সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা : ০২জন ।
(গ) অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর: ০১ জন।
(ঘ) ক্যাশিয়ার : ০১ জন।
(ঙ) অফিস সহায়ক : ০১ জন।
কর্মরত মোট জনবল: ০৬ জন।

জ) যুবকদের নিয়ে বর্তমান সরকারের অন্যান্য পরিকল্পনা:

০১। প্রতিটি উপজেলায় শেখ রাসেল যুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে।
০২। উপজেলায় বেকার যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি ও
সময় উপযোগী বিষয়ে প্রশিক্ষণ পরিচালনায় প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।